বাসস বিদেশ-১২ : আগামী ৫ বছরে বিশ্বের গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে

239

বাসস বিদেশ-১২
বিশ্বের উষ্ণতা-বৃদ্ধি
আগামী ৫ বছরে বিশ্বের গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে
জেনেভা, ৯ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্বের গড় তাপমাত্রা প্রাক শিল্প স্তরের চেয়ে আগামী পাঁচ বছরে ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ওয়াল্ড মেট্রোলোজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) বৃহস্পতিবার এ কথা জানায়।
ডব্লিউএমও বলেছে, বিশ্বের জলবায়ু পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে অন্তত এক বছরে ১৮৫০ সাল থেকে ১৯০০ সালের মধ্যে গড় তাপমাত্রার চেয়ে ২০ শতাংশ পরিবর্তনে তাপমাত্রা বেড়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
জেনেভা ভিত্তিক জাতিসংঘের এই সংস্থা বলেছে , গত ৫ বছরের গড় তাপমাত্রা রেকর্ড বৃদ্ধি পেয়েছে । বিশ্বের ১৯৩ টি সদস্য দেশ এই সংস্থার রিপোর্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে।
আগামী ৫ বছর ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রাক শিল্পযুগের ০.৯১ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১.৫৯ ডিগ্রি সেলসিয়াস দাঁড়াতে পারে।
দক্ষিণ মহাসাগরের কিছু অংশ বাদে সব অঞ্চলে তাপমাত্রা ১৯৮১ থেকে ২০১০ সালের চেয়ে উষ্ণ হতে পারে।
উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক ও দক্ষ কর্মকর্তারা এই রিপোর্ট তৈরি করেছেন। এই শতাব্দীতে প্রাক শিল্প যুগের চেয়ে তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্যারিস জলবায়ু পরিবর্তন সম্মেলনে গৃহীত প্রটোকল বাস্তবায়নের চ্যালেঞ্জ এই রিপোর্টে উঠে আসে।
২০১৫ সালের প্যারিস প্রটোকলে গ্রীনহাউস নি:সরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে আনার অঙ্গীকার করা হয়।
বাসস/এএফপি/অনু এমএবি/১৯৪৮/আরজি