বাসস ক্রীড়া-৭ : একসাথে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ করলেন সকলে

120

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-সাউদাম্পটন টেস্ট
একসাথে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ করলেন সকলে
সাউদাম্পটন, ৯ জুলাই ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে দীর্ঘ ১১৬ দিন বন্ধ থাকার পর গতকাল থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হলো ক্রিকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দিয়ে ক্রিকেটকে মাঠে ফেরায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু বৃষ্টির বাঁধায় টেস্টের মাত্র প্রথম দিন খেলা হয়েছে মাত্র ১৭ দশমিক ৪ ওভার।
তবে ম্যাচ শুরুর আগে একসাথে হাঁটু গেড়ে বসে আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ করেন মাঠে উপস্থিতি সকল খেলোয়াড়, আম্পায়ার, অফিসিয়াল ও ক্রিকেট সংশ্লিষ্টরা।
গত মে মাসের শেষের দিকে, আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ। ঐ নির্মম হত্যার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে ফেটে পড়ে পুরো যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব।
‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ বা ‘কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান’ হ্যাশট্যাগে প্রতিবাদও হয় সর্বত্র। এবার মাঠে ফিরে সেই প্রতিবাদে নিজেদের শামিল করলো ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা।
শুধু বর্ণবৈষম্য নয় করোনাভাইরাসে মারা যাওয়া সকলের স্মরণেও এক মিনিটের নীরবতা পালন করেছেন মাঠে উপস্থিত সকলে।
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সমর্থনে ইতোমধ্যে হাঁটু গেড়ে প্রতিবাদ জানিয়েছে ইউরোপের ফুটবলাররাও।
বাসস/এএমটি/১৮৩৬/স্বব