বাজিস-৭ : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

124

বাজিস-৭
নীলফামারী-পুলিশ-নিহত
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
নীলফামারী, ২৪ জুলাই, ২০১৮ (বাসস) : জেলায় সড়ক দুর্ঘটনায় মো. হারুন অর রশীদ (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী-ডোমার সড়কে জেলা শহরের অদূরে নটখানা নামক স্থানে এ ঘটনা ঘটে। হারুন অর রশীদের বাড়ি পঞ্চগড় জেলা সদরের হাড়িভাষা গ্রামে। তিনি ডিমলা থানায় কর্মরত ছিলেন (কনস্টেবল নম্বর-৩৮০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে নীলফামারী শহরের দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য হারুন অর রশীদ। এসময় নটখানা নামক স্থানে বিপরীতমুখী একটি তেলবাহী ট্যাঙ্ক লড়ির (নম্বর ঢাকা মেট্র ড ৪৪-০৩০০) ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তিনি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন শেখ বলেন, থানায় কর্মরত পুলিশ সদস্য হারুন অর রশীদ সকালে সরকারি কাজে মোটরসাইকেল যোগে জেলা শহরে জজ আদালতে যাচ্ছিলেন। এসময় বিপরীতমুখী তেলবাহী ট্যাঙ্ক লড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে নিহত হন। তার বাড়ি পঞ্চগড় জেলা সদরের হাড়িভাষা গ্রামে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আকতার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ট্যাঙ্ক লড়িটি আটক করে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাসস/সংবাদদাতা/১৬০০/-মরপা