বাসস বিদেশ-৭ : দুশো’রও বেশি পরিবেশ কর্মী খুন ২০১৭ সালে

129

বাসস বিদেশ-৭
ব্রাজিল- ফিলিপাইন-হত্যা- পরিবেশবিদ
দুশো’রও বেশি পরিবেশ কর্মী খুন ২০১৭ সালে
প্যারিস, ২৪ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): মানবাধিকার গ্রুপ গ্লোবাল উইটনেস মঙ্গলবার বলছে, ২০১৭ সালে দুশো’রও বেশি পরিবেশ কর্মীকে হত্যা করা হয়েছে।
তারা ২০১৭ সালকে পরিবেশবাদীদের জন্যে মারাত্মক বছর এবং খুন হওয়া এ সংখ্যাকে রেকর্ড বলে উল্লেখ করেছে। এসব হত্যাকা-ের অধিকাংশের সঙ্গে সরকারি সম্পৃক্ততা রয়েছে। কারণ সরকারি পৃষ্ঠপোষকতায় বহুজাতিক কোম্পানীসমূহ আকর্ষণীয় কৃষি প্রকল্পের জন্যে ভূমি গ্রাস করতে গেলে এসব কর্মীরা বাধা হয়ে দাঁড়ান।
খবর এএফপি’র।
গ্লোবাল উইটনেস ২০৭টি হত্যার ঘটনা উল্লেখ করে বলেছে, ২০১৭ সালে কেবলমাত্র ব্রাজিলে ৫৭ জন এবং ফিলিপাইনে ৪৮ জন খুন হয়েছেন।
বাসস/ জেজেড/১৫৪০/জুনা