বাসস দেশ-৩৮ : সাংবাদিক রাশীদ উন নবী বাবু মারা গেছেন

382

বাসস দেশ-৩৮
শোক -সংবাদ
সাংবাদিক রাশীদ উন নবী বাবু মারা গেছেন
ঢাকা, ৮ জুলাই, ২০২০ (বাসস) : জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক রাশীদ উন নবী বাবু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।
আজ রাত ৮ টা ৩৫ মিনিটে পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
তাকে বগুড়া জেলায় তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।
তিনি দীর্ঘ ৪৫ বছরের সাংবাদিকতা জীবনে দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্নিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাকে বগুড়া জেলায় তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/এমএআর/২২৫৫/-এবিএইচ