বাসস ক্রীড়া-১৭ : চার ম্যাচের জন্য নিষিদ্ধ টটেনহ্যামের এরিক ডায়ার

200

বাসস ক্রীড়া-১৭
ফুটবল-ইংলিশ প্রিমিয়ার-টটেনহ্যাম
চার ম্যাচের জন্য নিষিদ্ধ টটেনহ্যামের এরিক ডায়ার
লন্ডন, ৮ জুলাই ২০২০ (বাসস/এএফপি) : সমর্থকের সঙ্গে বিবাদে জড়ানোর অভিযোগে চার ম্যাচের জন্য নিষিদ্ধ টটেনহ্যামের ফুটবল তারকা এরিক ডায়ার। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৪০ হাজার পাউন্ড। নরউইচের সঙ্গে এফএ কাপের খেলা শেষে মাঠ ছাড়ার সময় একজন সমর্থকের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি।
গত ৪ মার্চ ঘটেছে ওই ঘটনা। দুর্ব্যবহারের কারণে ইংল্যান্ডের এই আন্তর্জাতিক তারকাকে নিষিদ্ধ করেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)। টাইব্রেকারে নিজ দল পরাজিত হবার পরপরই ডায়ার দেখতে পান তার ভাইকে একজন সমর্থক লাঞ্ছিত করছে। তাকে সাহায্য করতে তিনি স্ট্যান্ডে লাফিয়ে পড়েন। তবে এ সময় কোন শারিরীক সংঘর্ষ ঘটেনি। তাই পুলিশের তদন্তও থেমে যায়।
এদিকে এক বিজ্ঞপ্তিতে এফএ জানায়,‘ এরিক ডায়ারকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যা অচিরেই কার্যকর হবে। এফএ আইনের ই-৩ ধারা ভঙ্গ করায় তাকে ৪০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।’
বাসস/এএফপি/এমএইচসি/২১০০/স্বব