বাসস ক্রীড়া-১৫ : আট বছর পর প্রথমবারের মত ঘরের মাঠে দর্শক ব্রড

195

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-ব্রড
আট বছর পর প্রথমবারের মত ঘরের মাঠে দর্শক ব্রড
সাউদাম্পটন, ৮ জুলাই ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে ১১৬ দিন পর আজ থেকে আবারো শুরু হলো ক্রিকেট। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ক্রিকেটকে মাঠে ফেরালো ইংল্যান্ড।
কিন্তু সাউদাম্পটনের ঐতিহাসিক টেস্টে ইংল্যান্ডের একাদশে সুযোগ হয়নি দলের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডের। ফলে আট বছরের মধ্যে এই প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট ম্যাচ থেকে বাদ পড়লেন ব্রড।
সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ একটি প্রতিবেদনে জানিয়েছিলো, আট বছরের মধ্যে প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট ম্যাচ থেকে বাদ পড়তে পারেন ব্রড। কারন জোফরা আর্চার মার্ক উডকে একাদশে রাখার পরিকল্পনা দলের কোচ ক্রিস সিলভারউড এবং এ ম্যাচের অধিনায়ক বেন স্টোকসের।
প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে গতি দিয়ে ঘায়েল করতেই আর্চার ও উডকে নিয়ে একাদশ সাজান সিলভারউড ও স্টোকস। আর্চার-উড, দু’জনেই ধারাবাহিকভাবে ৯০ মাইল গতিতে বোলিং করতে পারেন। আর্চার ও উডের সাথে পেস অ্যাটাকে আছেন অটোমেটিক চয়েস ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী জেমস এন্ডারসন।
বাসস/এএমটি/২০৩৫/স্বব