বাসস ক্রীড়া-৮ : সেল্টার সঙ্গে ড্রয়ে আ্যাটলেটিকোর চ্যাম্পিয়ন্স লীগের অপেক্ষা বাড়ল

126

বাসস ক্রীড়া-৮
ফুটবল-স্প্যানিশ- লা লীগা
সেল্টার সঙ্গে ড্রয়ে আ্যাটলেটিকোর চ্যাম্পিয়ন্স লীগের অপেক্ষা বাড়ল
মাদ্রিদ, ৮ জুলাই ২০২০ (বাসস/এএফপি): লা লীগায় মঙ্গলবার সেল্টা ভিগোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ড্রয়ের ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে অংশ নিতে অপেক্ষা দীর্ঘায়িত হল ছোট মাদ্রিদের।
ম্যাচের প্রথম মিনিটেই আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। তবে বিরতির পরপর ৪৯ মিনিটে ফ্রান্সিসকো বেলট্রানের গোলে সমতা ফিরে পায় সেল্টা। এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ালিফাই থেকে চার পয়েন্ট দূরত্বে থাকা রাজধানীর ক্লাবটির অপেক্ষা আরো দীর্ঘায়িত হল। তাদের হাতে এখনো তিনটি ম্যাচ অবশিষ্ট আছে। অপরদিকে রেলিগেশন জোন থেকে ৭ পয়েন্টের দূরত্বে অবস্থান করছে সেল্টা।
খেলা শেষে র্মোতা মোভিস্টারকে বলেন,‘সেল্টার মাঠে খেলা বেশ কঠিন। এখানে তারা বেশ ভাল ফুটবল খেলে। পয়েন্ট টেবিলের অবস্থান দিয়ে তাদের খেলার মান বিবেচনা করা যাবে না। এখন আমরা নিজেদের লক্ষ্য অর্জনের প্রস্তুতি নিচ্ছি। যত দ্রুত সম্ভব আমাদেরকে নির্দিস্ট লক্ষ্যে পৌঁছে যেতে হবে।’
তবে একটি জয়ে এই সপ্তাহেই শীর্ষ চারের অবস্থান নিশ্চিত করতে পারতো দিয়াগো সিমিওনের শিষ্যরা। যদিও এ জন্য অন্য ম্যাচের ফলাফলেরও কিছুটা প্রভাব রয়েছে।
এদিকে মঙ্গলবার অনুষ্ঠিত লা লীগার অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া ২-১ গোলে রিয়াল ভায়াদোলিদকে পরাজিত করেছে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৩৯/স্বব