বাজিস-২ : কুমিল্লায় কৃষকের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ

139

বাজিস-২
কুমিল্লা-ধান বীজ বিতরণ
কুমিল্লায় কৃষকের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ
কুুমিল্লা (দক্ষিণ), ৮ জুলাই, ২০২০ (বাসস): জেলার চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল ১০টায় ২শ’ ৬৩ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উচ্চ ফলনশীল ’কেজেড-৭০০৬’ ও ’ধানী গোল্ড’ বীজ ধান কৃষকের হাতে তুলে দেন চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমেনা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার, এসএপিপিও মো. মনির হোসেন প্রমুখ।
চান্দিনা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমেনা বেগম বাসসকে বলেন, কৃষি সম্প্রসারণের উদ্যোগে চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২শ’ ৬৩ জন কৃষক বিনামূল্যে তিন কেজি করে বীজ ধান পেয়েছেন।
বাসস/সংবাদদাতা/১১৫৫/নূসী