বাসস দেশ-৩৫ : করোনা পরিস্থিতিতেও নারী-শিশুদের টিকা দান কর্মসূচি চালু রয়েছে

143

বাসস দেশ-৩৫
টিকা-কর্মসূচি
করোনা পরিস্থিতিতেও নারী-শিশুদের টিকা দান কর্মসূচি চালু রয়েছে
ঢাকা, ৭ জুলাই, ২০২০ (বাসস): করোনা মহামারী পরিস্থিতিতেও শিশুদের টিকাদানের পাশাপাশি ১৫-৪৯ বছর বয়সী নারীদের ধনুষ্টঙ্কার ও ডিপথেরিয়ার (টিডি) টিকাদান কর্মসূচি চালু রয়েছে। পাশাপাশি বাদ পড়া, ঝরে পড়া শিশু-নারীদের টিকাদান নিশ্চিত করা হচ্ছে।
করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘করোনা মহামারি পরিস্থিতির মধ্যে টিকাদান কার্যক্রম বেগবান করতে ইতোমধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ (ইপিআই) বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন চলমান রাখা হয়েছে। ফলে টিকাদান কেন্দ্রে সেবাগ্রহীতাদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এজন্য জনগণকে ধন্যবাদ জানানো হচ্ছে। আপনাদেরকে আবারও আহ্বান জানানো হচ্ছে, ইপিআই টিকা কেন্দ্রে আসুন এবং টিকা দিন।‘
তিনি বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী সব কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। বাদ পড়া, ঝরে পড়া শিশুদের তালিকাভুক্ত করে টিকাদান নিশ্চিত করা হচ্ছে। এছাড়া বাদ পড়া, ঝরে পড়া ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীকেও তালিকাভুক্ত করে তাদের টিডি টিকাদান নিশ্চিত করা হচ্ছে। সন্তান ধারণক্ষম নারীদের টিডি টিকা প্রদান চলমান রয়েছে।
তিনি আরো বলেন, ‘শিশুদের প্রাপ্য টিকা এবং নারীদের টিডি টিকা গ্রহন নিশ্চিত করতে অবিলম্বে নিকটস্থ টিকা কেন্দ্রে আসুন এবং টিকা প্রাপ্তি নিশ্চিত করুন।’
বাসস/এএসজি/এমএসএইচ/১৮৩৭/-শআ