বাসস দেশ-৩২ : প্রকৌশলী শফিকুল ইসলামের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

124

বাসস দেশ-৩২
এলজিআরডি মন্ত্রী-শোক
প্রকৌশলী শফিকুল ইসলামের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
ঢাকা, ৭ জুলাই, ২০২০ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের বড় ভাই প্রকৌশলী মো. শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি শোক বার্তায় বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী প্রকৌশলী প্রয়াত মো. শফিকুল ইসলাম পাবনার রূপপুর পারমানবিক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। এই প্রকল্পের প্রকৌশল পরামর্শক ছাড়াও তিনি দেশের বৃহত্তম নির্মাণসমূহের পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মন্ত্রী আরো বলেন, প্রয়াত শফিকুল ছিলেন দেশের একজন সফল উদ্যোক্তা এবং তৈরি পোশাক শিল্পের অগ্রপথিক। তার মৃত্যুতে জাতি এক সূর্য সন্তানকে হারালো। তার অবদান দেশের মানুষ চিরদিন মনে রাখবে।
প্রকৌশলী মো. শফিকুল ইসলাম গতকাল সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
বাসস/সবি/এমএএস/১৮২৫/-শআ