বাসস ক্রীড়া-৯ : বিশ্বকাপের টিকিট জালিয়তির জেরে কলম্বিয় ফুটবল ফেডারেশনকে জরিমানা

106

বাসস ক্রীড়া-৯
ফুটবল-বিশ্ব কাপ-২০১৮-দুর্নীতি
বিশ্বকাপের টিকিট জালিয়তির জেরে কলম্বিয় ফুটবল ফেডারেশনকে জরিমানা
বোগোটা, ৭ জুলাই ২০২০ (বাসস/এএফপি): ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের টিকিট জালিয়তির অভিযোগে জরিামানা করা হয়েছে কলম্বিয় ফুটবল ফেডারেশনকে। সোমবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
ইন্ডাস্ট্রি এন্ড কমার্স অফিসের (এসআইসি) প্রধান আন্দ্রেস বারেটো বলেন,‘ ফেডারেশন, এর নির্বাহীরা এবং দুইটি বেসরকারি কোম্পানির যোগ সুত্রে মুল্য বাড়ানোর লক্ষ্যে টিকেটের সরবরাহ কমিয়ে দেয় এবং এর পুনরায় বিক্রির অনুমোদন দেয়। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এসব ঘটনা ঘটানো হয়েছে।
ফেডারেশনের সভাপতি রেমন জেসুরুন ও তার উত্তরসুরি সহ এসব ঘটনায় ৪৯ লাখ মার্কিন ডলার জরিমানা আরোপ করা হয়েছে ফেডারেশন, দুইটি মার্চেন্ডাইজিং কোম্পানী ও ১৭ ব্যক্তির বিরুদ্ধে।
বারেটো বলেন, ফেডারেশন অন্যায়ভাবে টিকিট বিক্রির জন্য ওই ‘টিকিট শপ’ নামের কোম্পানিকে সুযোগ দিয়েছে। কর্তৃপক্ষ বলেন কর্মকর্তারা জেনেশুনেই এই কেলেঙ্কারিতে যুক্ত হয়েছেন।
বাসস/এএফপি/এমএইচসি/১৭২৪/স্বব