বাসস ক্রীড়া-৬ : সংশোধিত র‌্যাঙ্কিং পদ্ধতির ঘোষনা দিল এটিপি

110

বাসস ক্রীড়া-৬
টেনিস-র‌্যাঙ্কিং
সংশোধিত র‌্যাঙ্কিং পদ্ধতির ঘোষনা দিল এটিপি
প্যারিস, ৭ জুলাই ২০২০ (বাসস) : আগামী মাসে করোনা পরবর্তী টেনিস মৌসুম শুরু হবার পর সংশোধিত র‌্যাঙ্কিং পদ্ধতির ঘোষনা দিয়েছে এটিপি।
বর্তমানে চলমান ৫২ সপ্তাহের ‘সেরা ১৮’ ফলাফলের উপর ভিত্তি করে যে র‌্যাঙ্কিং পদ্ধতি চালু ছিল তা সাময়িক সময়ের জন্য পরিবর্তন করে নতুন র‌্যাঙ্কিং পয়েন্ট ঘোষনা করা হবে। সংশোধিত পদ্ধতিতে ২০১৯ সালর মার্চ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ মাসের একটি সময়ের ফলাফল বিবেচনা করা হবে।
এক বিবৃতিতে এটিপি এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে করোনার কারনে বেশ কয়েকটি ট্যুর বাতিল হয়ে যাওয়ায় নতুন পদ্ধতিতে সব পর্যায়ের খেলোয়াড়দের একটি সঠিক ধারার মধ্যে নিয়ে আসা সম্ভব হবে। এতে করে পয়েন্ট বিবেচনার ক্ষেত্রেও নিরপেক্ষতা আনা সম্ভব হবে।
একইসাথে বিবৃতিতে আরো জাননো হয়েছে অনেক খেলোয়াড়ই ২০২০ সালের বাকিটা সময় নিজেদের নিরাপত্তার জন্য আর কোন প্রতিযোগিতায় অংশ নিতে চাচ্ছেনা। তাদের ক্ষেত্রেও এই র‌্যাঙ্কিং পদ্ধতি ভবিষ্যতের জন্য কাজে আসবে। এটিপি বিশ^াস করে প্রয়োজন হলে এই পদ্ধতি ভবিষ্যতে আরো পরিবর্তন করা হবে।
গত ১৬ মার্চ থেকে কোভিড-১৯ মহামারীর কারনে এটিপি ট্যুর বন্ধ হয়ে যাওয়ায় বিশ^ র‌্যাঙ্কিংও বন্ধ রয়েছে।
বাসস/নীহা/১৬৪৭/স্বব