বাসস দেশ-৪১ : শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

219

বাসস দেশ-৪১
জাপা-শোক
শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে জাতীয় পার্টির শোক
ঢাকা, ৬ জুলাই, ২০২০ (বাসস) : শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসেদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের। আজ এক শোক বার্তায় তিনি প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জি.এম.কাদের বলেন, এন্ড্রু কিশোর ছিলেন বাংলা গানের বরপুত্র। তাঁর জাদুকরী কন্ঠে বিমোহিত করেছে কোটি কোটি মানুষকে। তার সুরের ঝংকারে জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা আর সংগ্রামের কথায় নিঁপুনভাবে আন্দোলিত করেছে মানুষের হৃদয়। আট বার জাতীয় চলচ্চিত্র পুরুস্কার প্রাপ্ত সুরের রাজা এন্ড্রু কিশোর সঙ্গীতের মাধ্যমেই আজীবন বেঁচে থাকবেন বাঙালীর হৃদয়ে।
বাংলা সঙ্গীতের কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ।
বাসস/সবি/এমএআর/২১৪৮/এবিএইচ