বাসস বিদেশ-১৩ : ইরানের শীর্ষ নেতার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন

238

বাসস বিদেশ-১৩
ইরান-ফিলিস্তিন-সমর্থন
ইরানের শীর্ষ নেতার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন
তেহরান, ৬ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন দেয়ার কোনো প্রয়াসের সুযোগ ছাড়বে না। সরকারি বার্তা সংস্থা দি ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
হামাস আন্দোলনের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়েহের এক চিঠির জবাবে খামেনি বলেছেন, ‘ফিলিস্তিনি প্রতিরোধ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি চক্রান্তকে ঘায়েল করতে সক্ষম হয়েছে।’
তিনি বলেন,‘তারা অর্থনৈতিক চাপ ও গাজা উপত্যকা অবরোধের মাধ্যমে তাদের সম্প্রসারণবাদী লক্ষ্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি আরও বলেন, তারা ইসরাইল ও ফিলিস্তিনির মধ্যে ‘আলোচনার এবং শান্তি পরিকল্পনার কৌশল’ অবলম্বন করেছে।
এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বৃহস্পতিবার হানিয়েহের সঙ্গে ফোনালাপে ফিলিস্তিনের পক্ষে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বাসস/অনু-জেজেড/২১২৮/আরজি