বাসস ক্রীড়া-১৪ : পজিটিভ থেকে নেগেটিভ হয়ে ইংল্যান্ড যাচ্ছেন ভাট্টি-হায়দার-ইমরান

130

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-পাকিস্তান
পজিটিভ থেকে নেগেটিভ হয়ে ইংল্যান্ড যাচ্ছেন ভাট্টি-হায়দার-ইমরান
করাচি, ৬ জুলাই ২০২০ (বাসস) : ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে জাতীয় দলের রওনা দেয়ার আগে করোনা পরীক্ষায় পজিটিভ আসে পাকিস্তানের দশজন খেলোয়াড়ের। তাই ২০ জনের দল ও ১১ জনের কোচিং স্টাফ নিয়ে গেল ২৮ জুন দেশ ছাড়ে পাকিস্তান।
পরবর্তীতে দু’বার পরীক্ষায় দশ জনের মধ্যে ছয় জনের নেগেটিভ আসে। তাই তাদের ইংল্যান্ডে যাবার অনুমতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমানে দলের সাথে আছেন ঐ ছয়জন খেলোয়াড়। তবে বাকী চারজন – কাশিফ ভাট্টি, হায়দার আলী, ইমরান খান ও হারিস রউফের সেচ্ছা আইসোলেশনে থাকেন।
কিন্তু তাদের শরীরে কোন উপসর্গ পাওয়া যায়নি। তাই এই চারজনকে দু’বার করোনা পরীক্ষা করে পিসিবি। দু’বারের পরীক্ষায় করোনা নেগেটিভ আসে ভাট্টি-হায়দার-ইমরানের। আর দু’বারের পরীক্ষায় করোনা পজিটিভ আসে হারিসের। তাই ভাট্টি-হায়দার-ইমরানকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করছে পিসিবি।
আর হারিসকে চলতি সপ্তাহে আবারো করোনা পরীক্ষা করবে পিসিবি। তারপর হারিসের ব্যাপারে সিদ্বান্ত নিবে পিসিবি।
ভাট্টি-হায়দার-ইমরানের সাথে করোনা মুক্ত সাপোর্ট স্টাফ মালাং আলিও।
আগামী আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।
বাসস/এএমটি/১৪০০/স্বব