বাসস ক্রীড়া-১২ : ২৬ বছরের অপেক্ষা ঘুচাতে পারবেন রোচ?

128

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-রোচ
২৬ বছরের অপেক্ষা ঘুচাতে পারবেন রোচ?
লন্ডন, ৬ জুলাই ২০২০ (বাসস) : আগামী বুধবার থেকে শুরু হওয়া ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে ২৬ বছরের অপেক্ষা ঘুচানোর সুযোগ পাচ্ছেন ক্যারিবীয়ান পেসার কেমার রোচ।
১৯৯৪ সালের ২০ মার্চ শেষবার ওয়েস্ট ইন্ডিজের কোন পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে দু’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলো। ইংল্যান্ডের বিপক্ষে দু’শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন কিংবদন্তি পেসার কোর্টলি অ্যামব্রোস।
অ্যামব্রোসের পর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আর কোন পেসার দু’শ উইকেট পাননি। এবার সেই অপেক্ষা ঘুচানোর সুযোগ রয়েছে রোচের।
এ পর্যন্ত ৫৬ ম্যাচে ১৯৩ উইকেট ঝুলিতে রয়েছে রোচের। আর মাত্র ৭ উইকেট শিকার করতে পারলেই ২শ উইকেটের মালিক হবেন তিনি। সেই সাথে ২৬ বছরের অপেক্ষা ঘুচবে রোচের।
দু’শ উইকেটের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন রোচও। তিনি বলেন, ‘এটা অনেক বড় সম্মানের হবে। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিংয়ের ইতিহাস বেশ সমৃদ্ধ। জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, কার্টনি ওয়ালশ ও কোর্টলি অ্যামব্রোস বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। তাদের তালিকায় আমার নাম উঠলে সেটি হবে গর্ব করার মতো বিষয়।’
বাসস/এএমটি/১৯৩০/স্বব