বাসস ক্রীড়া-১০ : স্টোকসকে কোহলির সাথে তুলনা করলেন হুসেইন

138

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-হুসেইন
স্টোকসকে কোহলির সাথে তুলনা করলেন হুসেইন
লন্ডন, ৬ জুলাই ২০২০ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী বুধবার শুরু হওয়া প্রথম টেস্টে খেলবেন না ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জো রুট। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকবেন তিনি। তাই সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকসের অধিনায়কত্ব নিয়ে পূর্ণ আস্থা রয়েছে দেশটির সাবেক অধিনায়ক নাসের হুসেইনের। তার মতে, স্টোকস হলো ভারতের অধিনায়ক বিরাট কোহলির মত। মাঠে নিজের পারফরমেন্সের সবটুকু উজার করে দেয় স্টোকস।
আন্তর্জাতিক ম্যাচ তো বটেই ক্যারিয়ারে কখনো প্রথম শ্রেনি, লিস্ট ‘এ’ বা টি-২০ ম্যাচে নেতৃত্ব দেননি স্টোকস। কোনো প্রথম শ্রেণির ম্যাচে নেতৃত্ব না দিয়ে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করা গত ৫০ বছরের ইংল্যান্ড ইতিহাসে একমাত্র ছিলেন কেভিন পিটারসেন। এবার তার পাশে নাম লেখাবেন স্টোকস। এছাড়া এন্ড্রুু ফ্লিনটফের পর প্রথম অলরাউন্ডার হিসেবে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন স্টোকস। এছাড়াও ইংল্যান্ডের ৮১তম অধিনায়ক হিসেবে টেস্টে নেতৃত্ব দিবেন তিনি। ২০১৭ সালে রুট অধিনায়ক হবার পর সহ-অধিনায়কের দায়িত্ব পান স্টোকস।
খেলোয়াড় হিসেবে যেমন নৈপুন্য প্রদর্শন করেন স্টোকস, অধিনায়ক হিসেবেও তেমনটাই করবেন বলে ধারনা হুসেইনের। কারন স্টোকসের মধ্যে কোহলির ছায়া দেখছেন হুসেইন। স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্টেড শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘স্টোকসের চরিত্র অনেকটা কোহলির মতো। সে মাঠে যা করে, শতভাগ উজাড় করে দিয়ে করে। তাই, আমি আশা করছি সে দারুণ এক অধিনায়ক হবেন। কোহলির মতই আরও একজন আক্রমানত্মক অধিনায়ক দেখবো আমরা, এমনটাই প্রত্যাশা করি। স্টোকসের মধ্যে তেমনই আছে।’
রুটের পরিবর্তে স্টোকসকে দায়িত্ব দেয়ায় পূর্ণ সমর্থন করেন হুসেইন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই রুটের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে স্টোকস। আমি মনে করি, সে-ই সবচেয়ে যোগ্য এই দায়িত্বের জন্য। আমি তাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। বোর্ড ও নির্বাচকরা সঠিক অধিনায়কই বাছাই করেছে।’
ক্যারিয়ারে প্রথমবারের মত নেতৃত্ব পেয়ে উচ্ছসিত ছিলেন স্টোকস। তিনি বলেছিলেন, ‘ইংল্যান্ডের অধিনায়ক হওয়াটা বিশাল সম্মানের। যদি সেটি এক ম্যাচেও জন্যও হয়ে থাকে, তারপরও আমি বলবো- আমি ইংল্যান্ডের অধিনায়ক। প্রথম টেস্ট নিয়ে আমি অনেক বেশি উচ্ছসিত। এই টেস্ট আমার ক্যারিয়ারের স্মরনীয় এক ম্যাচ হবে। এছাড়া দীর্ঘদিন পর আবারো ক্রিকেট ফিরতে যাচ্ছে মাঠে। সেক্ষেত্রে ঐ টেস্টটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
বাসস/এএমটি/১৯২৪/স্বব