বাসস ক্রীড়া-২ : আরো এক বছর আল-সাদের সাথে চুক্তি নবায়ন করলেন জাভি

146

বাসস ক্রীড়া-২
ফুটবল-চুক্তি
আরো এক বছর আল-সাদের সাথে চুক্তি নবায়ন করলেন জাভি
দোহা, ৬ জুলাই ২০২০ (বাসস) : কাতারী ক্লাব আল-সাদের সাথে ২০২০-২১ মৌসুমের জন্য কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন জাভি হার্নান্দেজ। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল জাভি তার সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরে যাচ্ছেন।
এর আগে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল জানুয়ারিতে আর্নেস্টো ভালভার্দের উত্তরসূরী হিসেবে কিকে সেতিয়েনকে নিয়োগ দেবার আগে জাভিকে বার্সার কোচের পদের প্রস্তাব দেয়া হয়েছিল। চলতি সপ্তাহে আবারো বিভিন্ন সূত্র জানিয়েছে মৌসুমের শেষে ক্যাম্প ন্যুতে ফিরে আসছেন বার্সার সাবেক এই তারকা মিডফিল্ডার।
গত বছর পেশাদার ফুটবল থেকে অবসরের পর কাতারের ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন ৪০ বছর বয়সী জাভি। ২০১৯-২০ মৌসুম বর্তমান কোভিড-১৯ মহামারীর কারনে বন্ধ রয়েছে। করোনায় ফুটবল বন্ধ হবার আগে আল-সাদ লিগ টেবিলের তৃতীয় স্থানে ছিল।
নতুন চুক্তি প্রসঙ্গে এক বিৃবতিতে জাভি বলেছেন, ‘আল-সাদের সাথে থাকতে পেরে আমি দারুন খুশী। ক্লাবটির সবসময়ই শিরোপা জয়ের লক্ষ্য থাকে। আমার এখন মূল লক্ষ্যই হলো আসন্ন ঘরোয়া ও এশিয়ান প্রতিযোগিতায় লড়াই করার জন্য খেলোয়াড়দের শতভাগ ফিট করে গড়ে তোলা।’
বার্সেলোনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে জাভি ৭৬৭টি ম্যাচ খেলে ২৫টি শিরোপা জয় করেছেন। গত মাসে জাভি ইঙ্গিত দিয়েছিলেন সুযোগ হলে ক্যাম্প ন্যুতে ফিরে আসার ইচ্ছা তার আছে।
বাসস/নীহা/১৯১০/স্বব