বাসস ক্রীড়া-১ : আলাবা, আলচানতারাকে বায়ার্নেই রাখতে চান ফ্লিক

133

বাসস ক্রীড়া-১
ফুটবল-বায়ার্ন
আলাবা, আলচানতারাকে বায়ার্নেই রাখতে চান ফ্লিক
বার্লিন, ৬ জুলাই ২০২০ (বাসস) : বায়ার্ন মিউনিখ কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার থিয়াগো আলচানতারাকে দলে রেখে দিতে তিনি বদ্ধপরিকর। মৌসুম শেষে দুজনেই লিভারপুলে চলে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে।
বায়ার লেভারকুজেনকে ৪-২ গোলে হারিয়ে জার্মান কাপের শিরোপা জেতার মাধ্যমে শনিবার ঘরোয়া মৌসুমে ডাবল জয় করেছে বায়ার্ন। এই কৃতিত্বের পর হান্সি বলেন, ‘এই দুজন প্রতিভাবান খেলোয়াড়কে দলে ধরে রাখতে সম্ভাব্য যা কিছু প্রয়োজন আমি করার চেষ্টা করবো। এই মুহূর্তে দল যেমন আছে আমি তেমনই সবাইকে একসাথে রাখতে চাই।’
বার্লিনের ফাইনালে আলাবার গোলেই এগিয়ে গিয়েছিল বায়ার্ন। দ্বিতীয়ার্ধে খেলতে নামেন আলচানতারা। দুজনের সাথেই বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর বাকি রয়েছে। বিশেষ করে ২৯ বছর বয়সী আলচানতারার লিভারপুলে যাওয়া নিয়ে স্প্যানিশ গণমাধ্যম বেশ জোড় দাবী জানিয়েছে। যদিও বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন এখনো পর্যন্ত তিনি কারোর ব্যপারে কোন ধরনের প্রস্তাব পাননি। এ সম্পর্কে ডেইলি ব্লিডে রুমেনিগে বলেছেন, ‘আমরা আলচানতারার সাথে বেশ গুরুত্ব সহকারেই সমঝোতা করার চেষ্টা করছি। তার সব ইচ্ছাই আমরা পূরন করেছি। কিন্তু মনে হচ্ছে ক্যারিয়ারের এই মুহূর্তে সে নতুন কোন চ্যালেঞ্জের খোঁজ করছে।’
এদিকে ফ্লিক আশাবাদ ব্যক্ত করে বলেছেন তিনি হয়তবা আলচানতারাকে বোঝাতে পারবেন। ২০১৩ সালে আলচানতারা বার্সেলোনা থেকে ২৫ মিলিয়ন ইউরোতে বায়ার্নে যোগ দিয়েছিলেন। এ সম্পর্কে বায়ার্ন কোচ বলেছেন, ‘সে যাতে থাকে সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’
ফ্লিক আরো মনে করেন বার্লিনের ফাইনালে দুই গোল করে মৌসুমে ৫১ গোল পূর্ণ করা পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি এবারের ব্যালন ডি’অরের বেশ শক্তিশালী প্রার্থী। গত সপ্তাহে পঞ্চমবারের মত জার্মান বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেছেন লিওয়ানদোস্কি। ফ্লিক বলেছেন, যখন কোন খেলোয়াড় বুন্দেসলিগায় ৩৪ গোল করবে তখন সেই খেলোয়াড়কে বর্ষসেরা ফুটবলার হিসেবে বিবেচনা করাটাই স্বাভাবিক।
আগামী মাসে লিসবনে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগেও অন্যতম ফেবারিট দল হিসেবেই মাঠে নামবে বেভারিয়ান্সরা। আর শিরোপা জয় করতে পারলে ট্রেবল জয়ের মাধ্যমে মৌসুমটা স্মরণীয় হয়ে থাকবে বায়ার্নের কাছে।
বাসস/নীহা/১৯০৫/স্বব