বাসস দেশ-২২ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমে আরো গতিশীলতা আনয়ন করা হবে : কে এম খালিদ

136

বাসস দেশ-২২
সংস্কৃতিপ্রতিমন্ত্রী-অর্ভথ্যনা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমে আরো গতিশীলতা আনয়ন করা হবে : কে এম খালিদ
ঢাকা, ৬ জুলাই, ২০২০ (বাসস) : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ মন্ত্রণালয়ের কার্যক্রমে আরো গতিশীলতা আনয়ন ও বেগবান করা হবে।
আজ সোমবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ে নবযোগদানকৃত সচিবের অভ্যর্থনা প্রদান ও বদলিকৃত সচিবের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, যেহেতু, অধীনস্থ দপ্তর-সংস্থার কার্যক্রম ও সাফল্যের মাঝেই মন্ত্রণালয়ের মূল সাফল্য নিহিত, সেজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থার কার্যক্রম আরো নিবিড়ভাবে নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হবে।
উল্লেখ্য, পদোন্নতি পেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব হিসাবে যোগদান করেছেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এর মহাপরিচালক এম বদরুল আরেফিন। অন্যদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি হয়েছেন। বাসস/সবি/বিকেডি/১৯০৫/কেকে