বাসস বিদেশ-১১ : যুক্তরাষ্ট্রে দু’টি বিমানের সংঘর্ষ : ৮ জনের প্রাণহানির আশংকা

148

বাসস বিদেশ-১১
বিমান- সংঘর্ষ
যুক্তরাষ্ট্রে দু’টি বিমানের সংঘর্ষ : ৮ জনের প্রাণহানির আশংকা
সান ফ্রান্সিসকো, ৬ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য ইদাহোতে দ’ুটি বিমানের সংঘর্ষে আটজন প্রাণ হারিয়েছে বলে আশংকা
করা হচ্ছে।
রোববার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। কড এলেন লেকের ওপর সংঘর্ষের পর বিমান দ’ুটি পানিতে ডুবে যায়।
কটেনাই কাউন্টি শেরিফ কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনাস্থল থেকে দ’ুটি লাশ উদ্ধার করা হয়েছে। বাকী ছয়জন নিখোঁজ রয়েছে। তারা আর জীবিত নেই বলে আশংকা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রাথমিক খবরে জানা গেছে দুটি বিমানে ক্রুসহ আটজন আরোহী ছিল। তবে এটি সঠিক তথ্য কিনা তা খতিয়ে দেখতে হবে। এ মুহূর্তে আশংকা করা হচ্ছে আরোহীদের আর কেউ জীবিত নেই।
কটেনাই কাউন্টি শেরিফ কার্যালয় আরো বলছে, পানির ১২৭ ফুট গভীরে বিমান দ’ুটিকে শনাক্ত করা হয়েছে।
ইউএস ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশান ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশান সেফটি বোর্ড দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
বাসস/জুনা/১৭২৩/জেহক