বাসস দেশ-১১ : বিএসএমএমইউ’র করোনা সেন্টারে ৭১ রোগীর চিকিৎসাসেবা, ভর্তি ৪০

133

বাসস দেশ-১১
বিএসএমএমইউ-করোনা-ভর্তি
বিএসএমএমইউ’র করোনা সেন্টারে ৭১ রোগীর চিকিৎসাসেবা, ভর্তি ৪০
ঢাকা, ৬ জুলাই, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা সেন্টারে আক্রান্ত ৭১ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
আজ দুপুর ১টা পর্যন্ত আগত কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন করোনা ভাইরাসে আক্রান্ত ৪০ জন রোগী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চালুকৃত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিদিন ২৪ ঘণ্টায় ৩টি শিফটে ৬০ চিকিৎসক, ১০০ জন নার্স এবং সংশ্লিষ্ট প্যারামেডিক্স,ওয়ার্ডবয়,এমএলএসএসসহ ১০০ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ২৬০ জন সেবা দিচ্ছেন।
উল্লেখ্য, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ২৬০ জনের টিমটি প্রথম এক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদান করবেন এবং পরবর্তী সপ্তাহে পর্যায়ক্রমে একই সংখ্যায় নতুন টিম রোগীদের সেবা প্রদান করবেন।
বাসস/সবি/এসএস/১৬২৯/কেকে