বাসস বিদেশ-৯ : মহামারীর ক্ষতিতে রাশিয়াকে ছাড়িয়ে যাওয়ার পথে ভারত

159

বাসস বিদেশ-৯
ভারত- স্বাস্থ্য- ভাইরাস
মহামারীর ক্ষতিতে রাশিয়াকে ছাড়িয়ে যাওয়ার পথে ভারত
নয়াদিল্লি, ৬ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ভারত করোনাভাইরাস আক্রান্তে রোববার রেকর্ড সংখ্যা যোগ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘন্টায় প্রায় ২৫ হাজার আক্রান্ত ও ৬১৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে। জানুয়ারীর শেষ দিকে প্রথম আক্রান্ত শনাক্তের পর আক্রান্ত ও মৃতের এসব সংখ্যাই সবচেয়ে বেশি। খবর এএফপি’র।
সংক্রমণের দিক থেকে বিশ্বের তৃতীয় স্থানে পৌঁছানোয় মহামারী যুদ্ধে রাজধানীতে একটি গণচিকিৎসা কেন্দ্র চালু করে রাশিয়া।
দিল্লিতে আইসোলেশন সুবিধা সম্পন্ন ১০ হাজার বিছানা ও বেশ কটি কার্ডবোর্ড সম্বলিত একটি চিকিৎসা কেন্দ্র নির্মান করে রোগী চিকিৎসা শুরু করার পাশাপাশি রোগীর সংখ্যাও ব্যাপকভাবে বেড়ে যায়।
২০ টি ফুটবল মাঠের আকৃতি সম্পন্ন কেন্দ্রটি মৃদু বা সব ধরনের লক্ষণসম্পন্ন আক্রান্তদের চিকিৎসার সুবিধার্থে নির্মাণ করা হয়।
রাজ্য সরকারের কর্মকর্তারা আশঙ্কা করছেন মাসের শেষে মহানগর পুলিশ পাঁচ লাখের বেশি আক্রান্তের রেকর্ড করতে পারে।
ভারতে মহামারীতে সংক্রমণের মোট সংখ্যা ৬ লাখ ৭৩ হাজারেরও বেশি আর মৃতের সংখ্যা ১৯ হাজার ২৬৮। দেশটি এখন মহামারীতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত রাশিয়াকে ছাড়িয়ে যাওয়ার দিকে এগুচ্ছে।
বাসস/অনু- জেজেড/১৪৩৫-এইচএন