বাসস বিদেশ-৬ : কঙ্গোর অস্থিরতাপূর্ণ ইতুরি অঞ্চলে মিলিশিয়া হামলায় ১১ জন নিহত

139

বাসস বিদেশ-৬
কঙ্গো-অস্থিরতা
কঙ্গোর অস্থিরতাপূর্ণ ইতুরি অঞ্চলে মিলিশিয়া হামলায় ১১ জন নিহত
বুনিয়া, (ডিআর কঙ্গো), ৬ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক): গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণপূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে সামরিক ও স্থানীয় কর্মকর্তা রয়েছে। এ হামলার জন্য মিলিশিয়াদের দায়ী করা হয়। খবর এএফপি’র।
ডিজুগু অঞ্চলের প্রশাসক আদেল আলিঙ্গি মকুবা জানান, ইতুরি প্রদেশের রাজধানী থেকে আসা দু’টি গাড়ি মেতাতা গ্রামে হামলার শিকার হয়। তিনি এএফপি’কে বলেন, ‘সেখানে এ হামলায় ১১ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে অর্থ বিভাগের দায়িত্বে থাকা উপ আঞ্চলিক প্রশাসক, তিন পুলিশ সদস্য ও চার সৈন্য রয়েছে।’
কঙ্গোতে সর্বশেষ এ হামলার জন্য জাতিগতভাবে সিওডিইসিও নামে অভিহিত মিলিশিয়াদের দায়ী করা হয়।
বাসস/এমএজেড/১৪০৭/জেহক