বাসস দেশ-৪ : আগামী ২৪ ঘন্টায় ১০ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

118

বাসস দেশ-৪
নদ নদী পরিস্থিতি
আগামী ২৪ ঘন্টায় ১০ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
ঢাকা,৬ জুলাই,২০২০(বাসস) : আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর এবং টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
অন্যদিকে, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। নাটোর ও নঁওগা জেলার বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘন্টায় সামান্য অবনতি হতে পারে।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে গাইবান্ধা ১৯০ মিলিমিটার, কক্সবাজার ১৬১ মিলিমিটার,লামায় ৫৯ মিলিমিটার,নোয়াখালী ৫৪ মিলিমিটার।
দেশের ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৩ টির। অপরদিকে, হ্রাস ৫৬ টির,অপরিবর্তিত রয়েছে ২ টির এবং বিপদসীমার উপরে রয়েছে ১৫ টির।
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ব্রক্ষ্মপুত্রÑযমুনা নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা,আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আপর মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে।
বাসস/সবি/এসএস/১৪০০/কেজিএ