বাসস দেশ-৩৭ : করোনা ভাইরাস প্রতিরোধে কারাগারের চিকিৎসক ও স্বাস্থ্যকমীদের অনলাইন প্রশিক্ষণ

235

বাসস দেশ-৩৭
কারাগার-অনলাইন প্রশিক্ষণ
করোনা ভাইরাস প্রতিরোধে কারাগারের চিকিৎসক ও স্বাস্থ্যকমীদের অনলাইন প্রশিক্ষণ
ঢাকা, ৫ জুলাই, ২০২০ (বাসস): মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বিভিন্ন কারাগারের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও সাধারন কর্মীসহ ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের তত্ত্বাবধানে এর কার্যলয়ে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী এ প্রশিক্ষন আজ শেষ হয়েছে।
আহ্ছানিয়া মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, চারদিন ব্যাপী অনলাইন প্রশিক্ষণ শুরু হয় গত ১ জুলাই এবং তা শেষ হয় আজ রোববার।
ঢাকা আহ্ছানিয়া মিশনের তত্ত্বাবধানে দেশের ৬৮ টি কারাগারে পর্যায়ক্রমে প্রশিক্ষণটি পরিচালিত হবে। এটি ছিল প্রশিক্ষণের প্রথম ব্যাচ এবং এই ব্যাচে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, নারায়ণগঞ্জ জেলা কারাগার, কিশোরগঞ্জ জেলা কারাগার ও গাজীপুর জেলা কারাগারের মোট ২০ জন বিভিন্ন পর্যায়ের কর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য গত ১লা জুলাই ঢাকা আহ্ছানিয়া মিশন, জিআইজেড বাংলাদেশ ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস ও কারা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঢাকা আহ্ছানিয়া মিশনের বাস্তবায়িত ইমপ্রুভমেন্ট অফ দ্যা রিয়েল সিচুয়েশন অফ ওভারক্রাউডিং ইন প্রিজন ইন বাংলাদেশ (আইআরএসওপি) প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।
বাসস/সবি/এফএইচ/১৯৫৪/কেকে