বাসস দেশ-৩৬ : পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিপল্প নাই : পরিকল্পনামন্ত্রী

214

বাসস দেশ-৩৬
মান্নান-বৃক্ষরোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিপল্প নাই : পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ, ৫ জুলাই, ২০২০ (বাসস) : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নাই।
তিনি বলেন,বৃক্ষ রোপনের পর সঠিক পরিচর্যায় প্রত্যেক জাতের গাছ-গাছালি বেড়ে উঠলে এসব বৃক্ষ মানুষের অনেক উপকার আসে।
পরিকল্পনাম মন্ত্রী নিজেদের উপকারের জন্য প্রত্যেককে নিজ-নিজ বাড়ি-ঘরের আঙ্গিনায় এবং স্কুল-কলেজ, মাদ্রাসা ও অফিস-আদালত প্রঙ্গণে বেশি করে ফলজ ও ঔষধী গাছ লাগানের আহবান জানান।
এম এ মান্নান মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রোববার দুপুর ১২ টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদর’ নিজ বাসভন ‘হিজল করচ’ প্রাঙ্গণে একটি তেজপাতা গাছের চারা রোপনের মধ্যদিয়ে বৃক্ষ-রোপন কর্মসূচির উদ্বোধনকালে এ আহবান জানান।
সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগ আয়োজিত এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি,কৃষক লীগের সিলেট বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নহার শাম্মী প্রমুখ উপস্থিত ছিলেন ।
পরে, উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দের প্রত্যেকেই তিনটি করে বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করেন।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৯৫১/কেকে