বাসস দেশ-২০ : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আজাদের মৃত্যু : কৃষিমন্ত্রীর শোক

132

বাসস দেশ-২০
শোক-সংবাদ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আজাদের মৃত্যু : কৃষিমন্ত্রীর শোক
ঢাকা, ৫ জুলাই, ২০২০ (বাসস) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া জেলার উপপরিচালক কৃষিবিদ মো. আবুল কাশেম আজাদ আজ সোয়া ১১টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিসিএস (কৃষি) ক্যাডার এর ৮ম ব্যাচের কর্মকর্তা মো. আবুল কাশেম আজাদ অধিদপ্তরের বগুড়াতে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নিজ জেলা সিরাজগঞ্জ।
কৃষিবিদ মো. আবুল কাশেম আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।
আজ পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, আবুল কাশেম আজাদ চাকুরিকালে অত্যন্ত সক্রিয়ভাবে তার দায়িত্ব পালন করে কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। করোনার এই দু:সময়েও তিনি কৃষির সেবায় কৃষকের পাশে থেকে কাজ করে গেছেন। কৃষিক্ষেত্রে তার ভূমিকা এদেশের কৃষিবিদসহ সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বাসস/ সবি/ এমএন/ ১৬৫৫/-এএএ