বাসস বিদেশ-৫ : ইথিওপিয়ায় সহিংসতায় ১৫০ জনের বেশী লোকের মৃত্যু

135

বাসস বিদেশ-৫
ইথিওপিয়া -নিহত
ইথিওপিয়ায় সহিংসতায় ১৫০ জনের বেশী লোকের মৃত্যু
আদ্দিস আবাবা, ৫ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ইথিওপিয়ার জনপ্রিয় গায়ক , সংগীতজ্ঞ হাকালু হান্দিসা দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ ও দাঙ্গায় এ পর্যন্ত অন্তত ১৬৬ জনের প্রাণহানি হয়েছে। পুলিশ শনিবার এ কথা জানায়।
ইথিওপিয়ার জাতিগত সংখ্যাগুরু নৃগোষ্ঠীর সদস্য হান্দিসা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে গত সোমবার রাতে আদ্দিস আাবাবায় মারা যান। এর পরেই দেশব্যাপী
প্রতিবাদ-বিক্ষোভ ও জাতিগত সংঘাত বৃদ্ধি পায় এবং দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হুমকির মধ্যে পড়ে।
সরকার পরিচালিত ফানা ব্রডকাস্টিং কর্পোরেট রেডিওতে এক বিবৃতিতে অরোমিয়া অঞ্চলের উপ-পুলিশ কমিশনার গিরমা গিলান বলেন, “হাকালু হান্দিসার মৃত্যুর পরে সহিংসতায় এ পর্যন্ত ১৪৫ জন সাধারণ নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্য প্রাণ হারিয়েছে।”
এ ছাড়াও রাজধানী আদ্দিস আবাবায় ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
গিরমা বলেন, আরো ১৬৭ জন গুরুতর আহত হয়েছে এবং ১ হাজার ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সংঘাতে এবং জাতিগত আন্তনৃগোষ্ঠীর মধ্যে সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
বাসস/এএফপি/অনু এমএবি/১৩৫০/জেহক