বাসস দেশ-২৬ : লকডাউন এলাকায় অব্যবস্থাপনা নেই : ডিএসসিসি

117

বাসস দেশ-২৬
উয়ারী-ডিএসসিসি
লকডাউন এলাকায় অব্যবস্থাপনা নেই : ডিএসসিসি
ঢাকা, ৪ জুলাই, ২০২০ (বাসস) : উয়ারীর লকডাউন এলাকায় কোনও অব্যবস্থাপনা নেই। প্রতিটি কাজ সুচারুভাবে করা হচ্ছে।
লকডাউন এলাকা পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেন, ‘লকডাউন এলাকায় আমাদের কোনও অব্যবস্থাপনা নেই। প্রতিটি কাজ সুচারুভাবে করছি। তবে প্রথমদিন হিসেবে যদি কোনও ঘাটতি থেকেও থাকে তা আগামী দিনগুলোতে ঠিক হয়ে যাবে।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের কোথাও কোন গ্যাপ নেই। ই-কমার্স ও ভ্যান সার্ভিস রয়েছে। তারা বিভিন্ন খাবার নিয়ে ভেতরে অবস্থান করছে। ওষুধের ফার্মেসিগুলো খোলা রয়েছে। দেড়শতাধিক স্বেচ্ছাসেবী তিন শিফটে কাজ করছে। এছাড়া আমাদের অফিসার ও বর্জ্য ব্যবস্থাপনার লোকজন পরিষ্কার পরিছন্নতা কাজে নিয়োজিত রয়েছে।’
তিনি বলেন, লকডাউন এলাকায় করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখানে দুই জন ডাক্তার রয়েছেন। তারা করোনায় আক্রান্ত ৪৬ জন রোগীর সঙ্গে যোগাযোগ করে কাজ করছেন। তাদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমদাদুল হক বলেন, ‘লকডাউন হবে কী হবে না এটা আমাদের কোনও সিদ্ধান্ত নয়, সরকার এই সিদ্ধান্ত দিয়েছে। আমরা শুধু সেটা বাস্তবায়ন করছি।’
তিনি জানান, একটি করোনা অ্যাম্বুলেন্স ও একটি নন করোনা অ্যাম্বুলেন্স ওই এলাকায় প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হাসপাতাল তৈরি রাখা হয়েছে।
বাসস/এমএসএইচ/১৯৪৫/-এবিএইচ