বাসস ক্রীড়া-১৪ : আর্চার ভীতি কাটানোর সাহস দিলেন শোয়েব

162

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-শোয়েব
আর্চার ভীতি কাটানোর সাহস দিলেন শোয়েব
করাচি, ৪ জুলাই ২০২০ (বাসস) : গত বিশ্বকাপের আগ মূর্হুতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। বিশ্বকাপও খেলেছেন তিনি। বল হাতে দুর্দান্ত পারফরমেন্সে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে প্রধান ভূমিকা রাখেন আর্চার। টেস্টে আঙ্গিনায় পা দেয়ার পরও, নিজের জাত চিনিয়েছেন আর্চার। তাই আর্চারের বোলিং নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনিস খানের।
আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। ঐ সিরিজকে সামনে রেখে, পাকিস্তানের ব্যাটসম্যানদের আর্চারকে নিয়ে সর্তক করছেন ইউনিস।
আর্চারকে নিয়ে ইউনিস বলেছিলেন, ‘আর্চারের স্নায়ুশক্তি অনেক। ২০১৯ সালের বিশ্বকাপে সে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ফাইনালে সুপার ওভারের মতো কঠিন জায়গায় নিজেকে প্রমাণ করেছে সে। তার বোলিংয়ের মধ্যে বিশেষত্ব আছে এবং একশনের কারণে তার বল মোকাবিলা করা কঠিন।’
কিন্তু স্বদেশী ইউনিস খানের সাথে একমত হতে পারছেন না পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আকতার। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ইউনিস খানের মন্তব্যটা এমন, আর্চারকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আর্চারকে ডিফেন্সিভ খেলতে হবে। কিন্তু আমি মনে করি না, আর্চারকে নিয়ে খুব বেশি সর্তক থাকতে হবে। হ্যাঁ, আমি মানছি, সে দারুণ বোলার এবং শরীর বরাবর বোলিং করে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এরপর টেস্টেও নিজেকে প্রমান করেছে। ভবিষ্যতে অনেক বড়বড় সাফল্য পাবে সে।’
ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটসম্যানরা ভালো করতে পারলেই সাফল্য মিলবে বলে মনে করেন, শোয়েব। তিনি বলেন, ‘ইংল্যান্ড সফরে আমাদের পেসাররা সবসময়ই ভালো করে। এবারের পেস অ্যাটাক প্রতিভাবান। তারাও ভালো করতে পারবে। তবে ব্যাটসম্যানদের আরও ভালো খেলতে হবে। বড় ইনিংস খেলতে হবে। ব্যাটসম্যানরা ভালো করলে, আমরা সাফল্য পাবো।’
বাসস/এএমটি/১৮৫৭/স্বব