বাসস দেশ-৯ : পাঁচ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে

127

বাসস দেশ-৯
নদ নদী পরিস্থিতি
পাঁচ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
ঢাকা, ৪ জুলাই, ২০২০ (বাসস) : রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর ও শরিয়তপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ নদীর পানি হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি স্থিতিশীল রয়েছে যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবং আগামী ২৪ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
আপার মেঘনা অববাহিকায় নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।আগামী ২৪ ঘন্টায় তিস্তা ও ধরলা নদীর পানি হ্রাস পেতে পারে।আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১০৮ মিলিমিটার ও জকিগঞ্জে ৫৭ মিলিমিটার।
দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬১ টির,হ্রাস পেয়েছে ৩৯ টির,অপরিবর্তিত রয়েছে ১ টির ।
বাসস/সবি/এসএস/১৬০২/কেকে