ব্রাজিলের অনুর্ধ্ব-২৩ গোলরক্ষক ইভানকে দলে নিতে আগ্রহী বার্সেলোনা

583

রিও ডি জেনিরো, ৪ জুলাই ২০২০ (বাসস) : ব্রাজিলিয়ান অনুর্ধ্ব-২৩ জাতীয় দলের গোলরক্ষক ইভান কুয়ারেসমার সাথে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা। দক্ষিণ আমেরিকান দেশটির বিভিন্ন গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
কাতালান জায়ান্টরা মনে করেন মার্ক-আন্দ্রে টার স্টেগানের যোগ্য ব্যাক-আপ হয়ে উঠতে পারেন ইভান। একই সাথে তারা ধারনা করছেন দলের বর্তমান দুই নম্বর গোলরক্ষক নেটো আগামী ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছেড়ে চলে যাবেন। একটি সূত্র জানিয়েছে ইতোমধ্যেই বার্সেলোনা ইভানের সাথে চুক্তি সম্পন্ন করেছে। ব্রাজিলিয়ান সিরি-এ ক্লাব পোন্টে প্রেটার সাথে ইভানের বর্তমান চুক্তি রয়েছে আগামী ২০২৩ সাল পর্যন্ত।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানও এই ২৩ বছর বয়সী গোলরক্ষককে দলে পেতে আগ্রহ দেখিয়েছে।
২০১৬ সালে ক্লাবের ইয়ুথ একাডেমী থেকে মূল দলে আসার পর পোন্টে প্রেটার হয়ে ইভান ১১২টি ম্যাচ খেলেছেন।