বাজিস-৮ : ডোমারে শীলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরণ

314

বাজিস-৮
ডোমার- বিতরণ
ডোমারে শীলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরণ
নীলফামারী, ২৩ জুলাই, ২০১৮ (বাসস) : জেলার ডোমার উপজেলায় সম্প্রতি বয়ে যাওয়া শীলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫২ বা-িল ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) অর্থায়নে ওই ঢেউটিন বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদ আলী ব্যাপারী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা জানান, সম্প্রতি বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫২ বা-িল (৯ ফিট দৈর্ঘের ৪১৬ পিচ) ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা প্রধান অতিথির কাছ থেকে এসব টিন গ্রহণ করেন।
বাসস/সংবাদিদাতা/২০১৫/মরপা