ফরাসী মন্ত্রীসভার পদত্যাগ

181

প্যারিস, ৩ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ফরাসি প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপের নেতৃত্বাধীন সরকার শুক্রবার প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র পেশ করেছে, যা তিনি গ্রহ করেছেন। খবর এএফপি’র।
সংক্ষিপ্ত এই বিবৃতিতে পদত্যাগের কারণ উল্লেখ করা হয়নি। তবে, প্রেসিডেন্ট মাখোঁ তার মেয়াদের বাকি দু’বছর নতুন করে পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করায় মন্ত্রিপরিষদের রদবদল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে আরো বলা হয়েছে, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত চলমান সরকারের প্রাত্যহিক কার্যাদি পরিচালনা অব্যাহত থাকবে।