বাসস দেশ-১৬ : মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন খুরশিদ আলমের মৃত্যুতে জাসদের শোক

109

বাসস দেশ-১৬
ইনু – শোক
মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন খুরশিদ আলমের মৃত্যুতে জাসদের শোক
ঢাকা, ৩ জুলাই, ২০২০ (বাসস) : জাসদের সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এ জি মুহাম্মদ খুরশিদ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক যৌথ শোকবার্তায় তারা বলেন, প্রয়াত খুরশিদ আলম গণতন্ত্র ও সমাজবদলের লক্ষ্যে যে আপোষহীন ভুমিকা পালন করে গেছেন,তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
জাসদ নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় উল্লেখ করা হয়, ফরিদপুর জেলা জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এ জি মুহাম্মদ খুরশিদ আলম বার্ধক্যজনিত ও বাতজ্বরের ব্যাথা নিয়ে রাজধানীর মিরপুর এলাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা চলাকালীন তিনি করোনা-আক্রান্ত হন। পরবর্তীতে, করোনা চিকিৎসার জন্য তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে এবং তিন কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাসস/সবি/জেডআরএম/১৬৩৫/এএএ