ভারতে বন্দুক হামলা ৮ পুলিশ নিহত

203

লক্ষ্মৌ (ভারত), ৩ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে বন্দুক হামলায় আট পুলিশ সদস্য নিহত হয়েছে। তারা হত্যা মামলার সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করতে গিয়েছিল। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের একটি গ্রামে রাতে এ ঘটনায় কমপক্ষে আরো সাতজন আহত হয়েছে।
রাজ্য পুলিশ প্রধান এইচসি অস্থি সাংবাদিকদের বলেন, এ সন্দেহভাজনের প্রতি পুরো গ্রামের সমর্থন থাকায় গ্রামবাসীরা বিভিন্ন ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করে।
প্রশান্ত কুমার নামের আরেক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বের হয়ে গ্রামের প্রবেশ পথে প্রতিবন্ধকতা গড়ে তোলে।
কুমার সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল একটি পরিকল্পিত হামলা।’
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সন্দেহভাজন এ ব্যক্তি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে ২০০১ সালে এক রাজনীতিবিদ ও প্রতিমন্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া সে আরো ৬০টি মামলার আসামি।
পুলিশ জানায়, এ হামলার পর তার অপরাধী চক্র গ্রাম থেকে পালিয়ে গেছে। সাত বা আটজন এ চক্রের সদস্য। তাদেরকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।