বাসস দেশ-২৩ : মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে : ওবায়দুল কাদের

281

বাসস দেশ-২৩
কাদের-মাহমুদুর-সংশ্লিষ্টতা
মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে : ওবায়দুল কাদের
ঢাকা, ২৩ জুলাই, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুষ্টিয়ায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে, তবে ভবিষ্যতে যাতে না ঘটে সেজন্য যারাই এর সঙ্গে জড়িত হোক না কেন, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘ভিন্নমত থাকতেই পারে। বিভিন্ন সংবাদপত্র আছে, টেলিভিশনে টকশো আছে, যে যেমন ইচ্ছে বলছেন। এজন্য কারো ওপর শারীরিক হামলা করতে হবে, এ ধরনের রাজনীতি আওয়ামী লীগ অতীতেও করেনি, আগামীতেও করবে না।’
ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসাং এইচ চৌধুরী মিলনায়তনে ‘জ্যাম’ ছবির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য তিনি পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আগামীতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য আমরা যেমন সতর্ক থাকব তেমনি পুলিশকেও বলব সতর্ক থাকতে।’
মন্ত্রী বলেন, ‘আমি এ প্রসঙ্গে একটি কথা বলতে চাই, রাজশাহীতে ককটেল হামলায় বিএনপি তাদের দু’নেতার ফোনালাপ ফাঁসের পর তা এড়াতে পারেনি। তারপর সিলেটে কামরানের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। আমি বলব, তারা অশুভ তৎপরতায় লিপ্ত। এগুলোর দায় বিএনপি কিভাবে স্বীকার করে সেটা দেখার বিষয়।’
বাসস/এএসজি/এমএএস/১৯১৭/আরজি