বাসস দেশ-২৬ : উত্তরাঞ্চলের বন্যা ঝঁকিপূর্ণ এলাকার ৩০ হাজার মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান ডব্লিউএফপি’র

125

বাসস দেশ-২৬
বিশ্ব খাদ্য কর্মসূচি – নগদ সহায়তা
উত্তরাঞ্চলের বন্যা ঝঁকিপূর্ণ এলাকার ৩০ হাজার মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান ডব্লিউএফপি’র
ঢাকা,২ জুলাই, ২০২০ (বাসস) : জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি’র (ডব্লিউএফপি) পুর্বাভাস ভিত্তিক অর্থায়নে বর্ষাকালে দেশের উত্তরাঞ্চলের বন্যা ঝঁকিপূর্ণ এলাকায় বসবাসরত প্রায় ৩০ হাজার মানুষকে নগদ অর্থ দেয়া হয়েছে।
জনপ্রতি নগদ সাড়ে চার হাজার টাকা করে (৫৩ মার্কিন ডলারের সমপরিমান) বিকাশের মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়।
ডব্লিউএফপি দূর্যোগ মোকাপবলায় বাংলাদেশ সরকারের জরুরী কার্যক্রম বেগবান করতেই উত্তরাঞ্চলে বন্যার ঝুঁকিতে থাকা জনগোষ্ঠিকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বলে বিশ^ খাদ্য কর্মসূচি’র ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডব্লিউএফপি কোরিয়া ইন্টারন্যাশনাল কোআপারেশন এজেন্সি (কোইকা) ও জার্মান পররাষ্ট্র দপ্তরের যৌথ আর্থিক সহযোগিতায় নগদ এ অর্থ প্রদান করে।
আসন্ন দূর্যোগ মোকাবেলায় এই জনগোষ্ঠি যাতে আগে ভাগেই যাতে প্রস্তুত হতে পারে,সেজন্যই নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
বাসস/সবি/জেডআরএম/১৯৫৮/এবিএইচ