ডিউক বাদ দিয়ে কোকাবুরাকে নিল অস্ট্রেলিয়া

217

সিডনি, ২ জুলাই ২০২০ (বাসস) : আগামী মৌসুমে ঘরোয়া আসর শেফিল্ড শিল্ডের জন্য ডিউক বল ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ডিউক এর পরিবর্তে কোকাবুরা বল ব্যবহার করবে সিএ।
২০১৬ সাল থেকে ডিউক বল ব্যবহার করে আসছে সিএ। শেফিল্ড শিল্ডের প্রত্যক মৌসুমের দ্বিতীয় পর্বে এ বল ব্যবহার করে সিএ। ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ডিউক বল ব্যবহার করতো সিএ।
ডিউক বলে অনেক বেশি সুইং থাকে। অস্ট্রেলিয়ার কোকাবুরার চেয়ে দীর্ঘক্ষণ ডিউকস বলে সুইং পায় বোলাররা।
সিএ’র ক্রিকেট অপারেশনের প্রধান পিটার রোচ জানিয়েছেন, ‘ডিউক বল বাদ দেওয়ার সিদ্ধান্তটি সঠিক হয়েছে। তবে ডিউক বলের ভালো ব্যবহার হয়েছে। বিশেষভাবে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে ডিউক বলে ভালোভাবে খেলেছে ব্যাটসম্যানরা। আগামী চার মৌসুমের জন্য অস্ট্রেলিয়ায় কোকাবুরা বল ব্যবহার করা হবে। যা সত্যিই আনন্দের বিষয়।’