সমর্থকরা সামাজিক দূরত্ব না মানায় বিঘ্নিত ড্যানিশ কাপের ফাইনাল

204

কোপেনহেগেন, ২ জুলাই ২০২০ (বাসস/এএফপি) : স্টেডিয়ামের ভিতর দর্শকরা সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম না মানায় প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ড্যানিশ কাপের ফাইনাল ম্যাচ। পুলিশ জানায় ফাইনালে অংশগ্রহনকারী ক্লাব আলবর্গ ও সোন্দ্রেরিস্কির মধ্যকার ওই ফাইনাল ম্যাচের জন্য বুধবার টিকিট বরাদ্ধ করা হয় ৭৫০টি।
কিন্তু প্রথমার্ধের সময় ১৫ মিনিটের জন্য ম্যাচটি স্থগিত করেন কর্তব্যরত রেফারি। কারণ এ সময় আলবর্গ এর সমর্থকরা কোভিড-১৯ ভাইরাসের কারণে আরোপিত সামাজিক দূরত্বের নিয়মটি মানছিলেন না।
ছবিতে দেখা যায় এ সময় ক্লাবের কর্মীরা সমর্থকদের নির্ধারিত আসনে বসার আহ্বান জানিয়ে ব্যর্থ হন। ফলে ৪০ থেকে ৫০ জন্য সমর্থককে স্টেডিয়াম থেকে বহিস্কার করা হয়। তাদেরকে পুলিশি প্রহরায় বাসে করে পাঠিয়ে দেয়া হয় আলবর্গে।
১৪ মিনিট স্থগিত রাখার পর ম্যাচটি পুনরায় শুরু হয়। ম্যাচে সোন্দ্রেরিস্কি ২-০ গোলে জয়লাভ করে। এই প্রথম ক্লাবটি চ্যাম্পিয়ন শিরোপা জয় করেছে। আগুন খেলায় মেতে উঠায় এদিন কয়েকজন সমর্থককে আটক করা হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ।