বাসস বিদেশ-১১ (লিড) : মায়ানমারে রত্নপাথর খনিতে ভূমিধসে শতাধিক শ্রমিক নিহত

119

বাসস বিদেশ-১১ (লিড)
মায়ানমার- নিহত
মায়ানমারে রত্নপাথর খনিতে ভূমিধসে শতাধিক শ্রমিক নিহত
ইয়াংগুন, ২ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : মায়ানমারের উত্তরাঞ্চলে মূল্যবান রত্নপাথর খনিতে ভূমিধসে বৃহস্পতিবার শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিপদজনক এই শিল্পে এটি সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা।
প্রতিবছরই দেশটির আকর্ষণীয় এই খনি শিল্পে অনেক শ্রমিক মারা যাচ্ছে, এই খনিগুলোর কাজ খুবই নাজুকভাবে পরিচালিত হয় , এই পাথর সংগ্রহে খুবই কম
পারিশ্রমিকে অভিবাসী শ্রমিকদের খাটানো হয়, মূল্যবান রত্ম হিসেবে এগুলো চীনে সরবরাহ করা হয়।
মায়ানমারের ফায়ার সার্ভিস বিভাগের এক ফেসবুক পোস্টে জানানো হয়, চীন সীমান্তের কাছে কাচিন রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়,খনি শ্রমিকরা কাদায় তলিয়ে যায়, ইতোমধ্যে সেখান থেকে ১১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তবে এএফপি জানায়,দুপুর নাগাদ ৯৯ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এছাড়া ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরো প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় অনুসন্ধান ও উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে।
২০১৫ সালে এধরণের খনি দুর্ঘটনায় ১০০ বেশী লোক মারা যায়।
বাসস/এএফপি/অনু এমএবি/১৬৪৫/জেহক