বাসস ক্রীড়া-১১ : বাংলাদেশের হয়ে ধীরগতির সেঞ্চুরি তামিমের

155

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ-তামিম
বাংলাদেশের হয়ে ধীরগতির সেঞ্চুরি তামিমের
গায়না, ২৩ জুলাই ২০১৮ (বাসস) : গতরাতে গায়নায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৪৬তম বলে সেঞ্চুরি করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে ধীরগতির সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।
তামিমের আগে এই তালিকায় ধীরলয়ে সেঞ্চুরি করার রেকর্ডটি দখলে রেখেছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। ২০০৬ সালে জয়পুরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন নাফীস।
ধীরলয়ে সেঞ্চুরির পাশাপাশি আরও একটি রেকর্ডের স্বাদ নিয়েছেন তামিম। ১৬০ বলে অপরাজিত ১৩০ রান করেন তামিম। বাংলাদেশের হয়ে দ্বিতীয় দীর্ঘতম ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দীর্ঘতম ইনিংস খেলেছেন নাফীস। সেটিও ছিলো ২০০৬ সালে জয়পুরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে। ১৬১ বলে অপরাজিত ১২৩ রান করেন নাফীস।
বাসস/এএমটি/১৮১৫/স্বব