বাসস দেশ-৭ : জেদ্দা থেকে আরো ৪১৬ জন বাংলাদেশী দেশে ফিরেছেন

110

বাসস দেশ-৭
জেদ্দা-ফেরত-বাংলাদেশী
জেদ্দা থেকে আরো ৪১৬ জন বাংলাদেশী দেশে ফিরেছেন
ঢাকা, ২ জুলাই, ২০২০ (বাসস) : করোনা-ভাইরাস (কভিড-১৯) সংক্রমণের বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে সৌদি-আরবের জেদ্দায় কারফিউ ও লকডাউনের কারণে আটকে-পড়া আরো ৪১৬ জন বাংলাদেশী দেশে ফিরেছেন।
জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট এই ৪১৬ জন বাংলাদেশীকে নিয়ে বুধবার রাত সোয়া ১০টার দিকে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে
অবতরণ করে।
আজ বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরের উর্দ্ধতন একজন কর্মকর্তা এসব বাংলাদেশীর দেশে ফিরার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বাসসকে জানান,জেদ্দা ফেরত এসব যাত্রী হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছেন। তবে,আগত বাংলাদেশীদের প্রত্যেককে ১৪ দিন করে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৫০৭/অমি