বাজিস-১ : ভোলায় করোনা আক্রান্ত ৩০০ ছাড়ালো, সুস্থ হয়েছেন ১২৪ জন

144

বাজিস-১
ভোলা-করোনা-আক্রান্ত
ভোলায় করোনা আক্রান্ত ৩০০ ছাড়ালো, সুস্থ হয়েছেন ১২৪ জন
ভোলা, ২ জুলাই, ২০২০ (বাসস) : জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত’র সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে। আর ইতোমধ্যে করোনাকে জয় করে সুস্থ্য হয়েছেন ১২৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী আজ বাসস’কে জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, দৌলতখানে ২জন, বোরহানউদ্দিনে ৩ জন ও তজুমোদ্দিনে ২ জন রয়েছে। এছাড়া মোট করোনায় আক্রান্তদের মধ্যে সদরে ১৪১ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৫২ জন, দৌলতখানে ২৫ জন আক্রান্তের মধ্যে সুস্থ ২১ জন, বোরহানউদ্দিনে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ্য ৪ জন,
এছাড়া, লালমোহনে আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ্য ১৬ জন, তজুমোদ্দিনে ১৬ জন আক্রান্ত হয়ে ২ জন সুস্থ্য হয়েছেনে, চরফ্যাশনে ৩৯ জন আক্রান্তদের মধ্যে সুস্থ্য ২১ জন ও মনপুরায় ১৩ জন আক্রান্ত’র মধ্যে সুস্থ হয়েছেন ৯ জন। আক্রান্তদের মধ্যে ২ জন সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা নিজ-নিজ উপজেলায় চিকিৎসকদের তত্বাবধানে হোম আইসোলেশনে রয়েছন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৭৩২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা-বরিশালের ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩ হাজার ৩৫৫ জনের। রিপোর্টের ফলাফল নেগেটিভ এসেছে ৩ হাজার ৫৩ জনের ও পজেটিভ এসেছে ৩০২ জনের। বাকি রিপোর্ট এখোনো আসেনি।
বাসস/এইচএএম/১৪০৫/কেজিএ