খাবারের খরচ নিয়ে প্রচারিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন : ঢাকা মেডিকেল

463

ঢাকা, ১ জুলাই, ২০২০ (বাসস) : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকদের খাবার খরচ নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত।
আজ বুধবার ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন সংবাদ সম্মেলনে একথা বলেন।
তিনি বলেন, জনপ্রতি তিনবেলা খাবার খরচ ছিল ৫শ’ টাকা। খাবার খরচ হিসেবে ২০ কোটি টাকার যে খবর বলা হচ্ছে সেসব তথ্য মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা ও আনসারের দুই মাসে হোটেলে থাকা-খাওয়ার খরচ ২৬ কোটি টাকা হওয়ার কথা।’
সংবাদ সম্মেলনে ঢামেক পরিচালক গত দুই মাসে এই হাসপাতালের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যকর্মীদের থাকা খাওয়ার হিসেব দেন।
এ কে এম নাসিরউদ্দিন বলেন, ‘২ হাজার ২৭৬ জন স্বাস্থ্যকর্মীর এক মাস হোটেলে থাকা-খাওয়া বাবদ খরচ হয়েছে ভ্যাট ছাড়া ১১ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। আর ১৫ শতাংশ ভ্যাটসহ খরচ পড়েছিল ১৩ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৯৩৭ টাকা।’
তিনি জানান, ‘চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের দুই মাস হোটেলে থাকা খাওয়া ও পরিবহনের খরচ ২৬ কোটি টাকা হওয়ার কথা। এর বাইরে ২ হাজার ২৭৬ জনের যাতায়াতে এক মাসে খরচ হয় ৪৬ লাখ ৯৮ হাজার ৮৭০ টাকা। এর আগে এক মাসের খরচ হিসেব করে দুই মাসের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ২০ কোটি টাকা বরাদ্দ চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল। এরপরই এই বরাদ্দ দেওয়া হয়।’