বাসস বিদেশ-১১ : যুক্তরাষ্ট্র সফরকালে বাইডেনের সাথে সাক্ষাৎ করবেন না মেক্সিকান প্রেসিডেন্ট

128

বাসস বিদেশ-১১
মেক্সিকো -যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সফরকালে বাইডেনের সাথে সাক্ষাৎ করবেন না মেক্সিকান প্রেসিডেন্ট
মেক্সিকো সিটি, ১ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদর যুক্তরাষ্ট্র সফরকালে জো বাইডনের সাথে সাক্ষাৎ করবেন না।
যুক্তরাষ্ট্রের চলতি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ডেমোক্রেট দলের প্রার্থী।
লোপেজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তার সফরে নাফটার পরিবর্তে উত্তর আমেরিকান বাণিজ্য চুক্তি ইউএসএমসিএ চালুর বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জো বাইডেনের সাথে সাক্ষাত যথাযথ নয়।
লোপেজ এর আগে আশা করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কানাডার প্রধানমন্ত্রীও অংশ নেবেন। বাণিজ্য চুক্তিটি ১ লা জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।
লোপেজ আগামী ৮ ও ৯ জুলাই ওয়াশিংটন সফর করবেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রী মার্সিলো এবরাদ মঙ্গলবার এ কথা জানান। লোপেজ ২০১৮ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণ করেন। এটি তার প্রথম বিদেশ সফর।
ট্রাম্পের সাথেও এটি তার প্রথম বৈঠক। তিনি জোর দিয়ে বলেছেন, এটি একটি অরাজনৈতিক বৈঠক। এতে বাণিজ্য চুক্তিই গুরুত্ব পাচ্ছে।
বাসস/জুনা/১৮৩৬/জেহক