বাসস ক্রীড়া-১৯ : মারা গেলেন পাকিস্তানের ঐতিহাসিক সিরিজের সদস্য ওয়াজির

240

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-পাকিস্তান
মারা গেলেন পাকিস্তানের ঐতিহাসিক সিরিজের সদস্য ওয়াজির
করাচি, ৩০ জুন ২০২০ (বাসস) : বার্ধক্যজনিত কারণে মারা গেলেন পাকিস্তানের বর্ষীয়ান ক্রিকেটার খালিদ ওয়াজির। যুক্তরাজ্যের চেস্টারে ৮৪ বছর বয়সে মারা যান পাকিস্তানের হয়ে ২টি টেস্ট খেলা ওয়াজির।
১৯৫২ সালে প্রথম টেস্ট খেলে পাকিস্তান। ভারতের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ছিলো সেটি। ভারতের পর ১৯৫৪ সালে নিজেদের ইতিহাসে দ্বিতীয় টেস্ট সিরিজ খেলে পাকিস্তান। সিরিজটি ছিলো ইংল্যান্ডের মাটিতে। সেই দলের সদস্য ছিলেন ওয়াজির। লর্ডসে ঐ সিরিজের প্রথম টেস্ট দিয়েই অভিষেক হয় তার।
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের সময় দেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিলেন ওয়াজির। তার চেয়ে কম বয়সে ঐসময় অভিষেক হয়েছিলো হানিফ মোহাম্মদের।
ঐ সিরিজে দু’টি টেস্ট খেলেন ওয়াজির। কিন্তু সুবিধা করতে পারেননি তিনি। ৩ ইনিংসে মাত্র ১৪ রান করেন ওয়াজির। কিন্তু ঐ চার ম্যাচের সিরিজে ইংল্যান্ডের সাথে ১-১ সমতায় শেষ করে পাকিস্তান। তাই ঐ সিরিজটি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে ঐসময় পাকিস্তানের সিরিজ ড্র করা, অনেক কিছু বটে।
আর ঐ সিরিজে মাত্র দু’টি প্রথম শ্রেনির ম্যাচ খেলে জাতীয় দলে সুযোগ পান ওয়াজির। শেষ পর্যন্ত ১৮টি প্রথম শ্রেনির ক্রিকেটে ব্যাট হাতে ২৭১ রান ও ১৪টি উইকেট শিকার করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজের পর আরও জাতীয় দলে ডাক পাননি ওয়াজির।
বাসস/এএমটি/২০১২/স্বব