বাসস ক্রীড়া-১৮ : সর্বশেষ করোনা পরীক্ষায় উর্ত্তীন ইংল্যান্ড-পাকিস্তানের ক্রিকেটাররা

241

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-পাকিস্তান-ইংল্যান্ড
সর্বশেষ করোনা পরীক্ষায় উর্ত্তীন ইংল্যান্ড-পাকিস্তানের ক্রিকেটাররা
লন্ডন, ৩০ জুন ২০২০ (বাসস) : সর্বশেষ করোনাভাইরাসের পরীক্ষায় উর্ত্তীন হলেন ইংল্যান্ড-পাকিস্তানের ক্রিকেটাররা।
তিন ম্যাচের টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে গত রোববার ইংল্যান্ড পৌঁছে পাকিস্তান ক্রিকেট দল। দলের সাথে সফরে ছিলো ২০জন খেলোয়াড় ও ১১জন অফিসিয়াল। ঐ দিনই তাদের করোনা পরীক্ষা করা হয়।
পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য সোমবার ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে থাকা ৩০ জন খেলোয়াড়েরও করোনা পরীক্ষা করা হয়।
আজ সেই পরীক্ষা রিপোর্ট হাতে পায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি জানিয়েছে, দু’দলের সকল খেলোয়াড় ও অফিসিয়ালদের রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।
ইংল্যান্ডে পৌঁছে দু’সপ্তাহের কোয়ারেন্টাইনে আছে পাকিস্তান ক্রিকেট দল। কোয়ারেন্টাইনে থাকলেও, পৃথক-পৃথক গ্রুপে অনুশীলন করতে পারবে তারা। কোয়ারেন্টাইন শেষে ডার্বিশায়ার যাবে দলটি।
সোমাবার তৃতীয়বারের মত ইংল্যান্ডের ৩০ জন খেলোয়াড় ও অফিসিয়ালদের করোনা পরীক্ষা করা হয়। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বর্তমানে সাউদাম্পটনে আছে ইংলিশরা।
বাসস/এএমটি/২০১১/স্বব